বৃহত্তর ঢাকা সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদের ইছামতি হলে বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের সাবেক সভাপতি এ এইচ এম করম আলীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমিতির উদ্যোগে গত ৪ এপ্রিল স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ও সমিতির যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণসভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু সমিতির প্রতি করম আলীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভায় মরহুমের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কমোডর (অব.) এম এস কবীর, রোটারি গর্ভনর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, মহানগর ঈদ জামাত কমিটির সহসভাপতি মীর ফজলে আকবর, কর্নেল আলমগীর কবির, কমান্ডার নুরই আলম সিদ্দিক, কমান্ডার এম. হাসানুজ্জামান খান, উপ পুলিশ কমিশনার সালাম কবির, সমিতির সহসভাপতি প্রিন্সিপাল এম এ কাশেম, ডা. মোজাম্মেল হক শারিফী, ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, আসাদুজ্জামান মৃধা, শাহানারা বেগম, হাফেজ মো. আনোয়ার হোসেন, এমদাদ হক, দেওয়ান মনসুর আলম, অ্যাডভোকেট জহির হোসেন, ডা. এম এ মতিন, মনোরঞ্জন দাস, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ডিজাইনার রওশন আরা চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ সানাউল্লাহ, সাইফুল করিম আরিফ, ডা. ফারহানা রহমান শাম্মী। এ এইচ এম করম আলীর পরিবারে পক্ষ হতে সন্তান ফাহাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরবারে গাউসিয়া শরীফের আল্লামা বেলায়েত হোছাইন আল্‌ কাদেরী। এছাড়াও বাদ জহুর তনজিমুল মোছালেমীন এতিমখানার ছাত্রদের পরিচালনায় পবিত্র খতমে কোরআন আদায় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোটর সাইকেল দুর্ঘটনায় আহত বাঁশখালীর গোফরানের মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্দলীয় সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে