মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়
মনে পড়ে তোমার কথা।
তুমি কেমন আছো ভালো আছো তো?
কতদিন দেখা হয় না রাখা হয় না চোখে চোখ
এখনো তোমার জন্য হাহাকার করে
নীরব অভিমানে ভেঙে যাওয়া বুক।
ভালোবাসা চেয়েছিলাম শুধু
একসমুদ্র ভালোবাসা বিনিময়ে দিলে তুমি
মায়াময় মরীচিকা।
মনে পড়ে তোমার নিঃশব্দ সে রাতের কথা
কথার পড়ে কথার সাগরে
মিলিয়ে গিয়েছিল পূর্ণিমার ক্ষয়ে
যাওয়া চাঁদ জ্বলজ্বল করছিল
উজ্জ্বল শুকতারা!
শিশিরের বৃষ্টিতে ঝরা বকুল
কুড়িয়ে দিয়েছিলে আর বলেছিলে
ভালোবাসি, ভালোবাসি।
এখনো নিঃশব্দে রাত আসে
নিঃশব্দে ঝরে যায় বকুল
ক্ষয়ে যাওয়া চাঁদের মোমগলা
জোসনায় মনে পড়ে তোমায়।
বুকের বাম পাশটায়
প্রতিদিন নিঃশব্দে ক্ষয়ে যায়
জীবনের আয়ু নিদারুণ যাতনায় তোমাকে
এখনো ভালোবেসে যাই।










