বিএম কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ চাই

| মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে যায় পানি, তলিয়ে যায় রাস্তা ও মাঠ, আর ভারী বর্ষণে যেন ডুবে যায় পুরো ক্যাম্পাস। চলাচলের অধিকাংশ প্রধান প্রধান রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকসহ সবার চলাফেরায় সৃষ্টি হয় তীব্র ভোগান্তি। সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টিতে কলেজের শহীদ মিনার গেট থেকে ক্যান্টিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিজ্ঞান ভবনের দিকে যাওয়ার রাস্তা দুটি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। বর্ষাকালে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়, আর প্রতি বছরই শিক্ষার্থীদের একই সমস্যার মুখোমুখি হতে হয়। তাই কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের জোরালো দাবি, বর্ষা আসার আগেই যেন কলেজ প্রশাসন জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নকাজের মাধ্যমে এই সমস্যা সমাধান এখন সময়ের দাবি।

মো মেহেরাব হোসেন রিফাত

শিক্ষার্থী, বিএম কলেজ, বরিশাল।

পূর্ববর্তী নিবন্ধহাবীবুর রহমান : কবি এবং শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধইতিকথা