বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ আজ থেকে

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগসহ নানা দাবিতে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এই কর্মসূচি পালিত হবে আজ বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত।

চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গত সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা অন্য দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানিয়েছিলেন। খবর বিডিনিউজের।

এদিকে পঞ্চম দফা অবরোধের আগের রাতে গতকাল রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পার্ক করে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাত সোয়া ৮টার দিকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস দুটিতে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে এর আগে বিএনপি একদিন হরতাল ও ৯ দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এখন পর্যন্ত ১৪টি কর্মদিবসের মধ্যে ১১ দিনই এই ধরনের কর্মসূচি ঘোষণা হলো।

এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিন বাসে আগুন দেওয়া হয়। আগুনের বেশিরভাগ ঘটনা ঘটেছে রাজধানীতে। ফায়ার সার্ভিস গত ২৮ অক্টোবর থেকে ১৩০টির বেশি বাসে আগুনের কথা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাপরিচালক নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষ মুখোমুখি
পরবর্তী নিবন্ধপতেঙ্গা কন্টেনার টার্মিনাল উদ্বোধন