বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানা) অধীনে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ফরম পূরণ ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে নগরীর চর চাক্তাই আমীর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এমএ আজিজ। এ সময় তিনি বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর ইউনিটে ইউনিটে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপির সমর্থক ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেছেন। প্রথম দিনে চার শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। ধারাবাহিকভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটি। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সভাপতি হাজী নবাব খান, মহানগর বিএনপি নেতা ইসহাক চৌধুরী আলীম, এম আই চৌধুরী মামুন, এস এম সেলিম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবস্তিবাসীদের মাঝে মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মোসলেম খানের স্মরণসভা আজ