বালু উত্তোলনকালে মাটি চাপা, শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

উখিয়ায় পাহাড় কেটে বালি উত্তোলনকালে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক অকাল মৃত্যু ঘটেছে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তি পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল খালেক(১৯)।
অভিযোগে জানা গেছে, পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় স্যালো মেশিন বসিয়ে বন বিভাগের পাহাড় কেটে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় পাহাড় ভেঙে উক্ত শ্রমিকের মৃত্যু ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ মঞ্জুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরুমা থানচি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধএসএসসির সূচি চূড়ান্ত হচ্ছে আজ