তিন মাস পার হতে চললেও বাকলিয়া এলাকা থেকে নিখোঁজ শতবর্ষী বৃদ্ধা জানবি বেগমের খোঁজ এখনও পাওয়া যায়নি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় তার মেয়ে জাহেরা বেগম (৪৫) বাকলিয়া থানায় একটি জিডি (নং ১১২০) করেছেন।
জিডির তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার এসআই রবিউল ইসলাম আজাদীকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাতটা বিশের দিকে জানবি বেগম (১০২) তার মেয়ে জাহেরা বেগমের বাসা বাকলিয়া থানাধীন শাহেদের কলোনি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার মেয়ে ২৩ সেপ্টেম্বর বাকলিয়া থানায় একটি জিডি করেছেন। আমরাও বিভিন্নভাবে তার খোঁজ পেতে চেষ্টা করে যাচ্ছি।












