‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস ঘোষিত নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন নেভী এ্যাংকরেজ স্কুল ও কলেজ নৌ স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি কমান্ডার মো. জাহিদ হোসেন ও জেলা স্কাউট লিডার আসাদুল ইসলাম। পরে ২ নং নাবিক কলোনি থেকে একটি র্যালি নগরীর নেভী হাসপাতাল গেইট এলাকা প্রদক্ষিণ করে নাবিক কলোনির স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর অতিথিবৃন্দ রোভার, স্কাউট ও কাব স্কাউটদের উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটসের ইতিহাসের উপর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।











