বাংলাদেশ শিক্ষক সমিতির শত বার্ষিকীর উদ্বোধন

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

১৯২১ সালে প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) উদ্যোগে গত শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আন্দরকিল্লা মোড় থেকে আনন্দ র‌্যালি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত প্রবীণ শিক্ষক নেতা, অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করেন। র‌্যালি পরবর্তী কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, শিক্ষাবিদ ও শিক্ষক চিন্তক অধ্যাপক শামসুদ্দিন শিশির, বাকবিশিস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ শিক্ষক নেতা নমিতা পালিত, শান্তি রঞ্জন চক্রবর্তী, কানাই লাল বিশ্বাস, দুলাল কান্তি চৌধুরী, মো. হারুন অর রশিদ, বিজয় শংকর চৌধুরী, প্রদীপ কানুনগো, মো. জাকের হোসেন, মো. ওসমান গণি, তাপস চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নেতা বাদল চন্দ্র সিকদার, রনজিত কুমার নাথ, নুরুল হক সিদ্দিকী। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও জেলায় সকাল ১০টায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে শতবর্ষ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ সমিতির শতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিম্বুকে হোটেল নির্মাণ বন্ধের দাবিতে ম্রোদের লংমার্চ
পরবর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় জিপ উল্টে ৯ গার্মেন্টস শ্রমিক আহত