বসতঘরে হামলা করে গরু লুট পরে উদ্ধার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

পটিয়ায় বসতঘরে হামলা করে গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মালেক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ৩টি গরু লুট করে নিয়ে যায়। পরে গতকাল শুক্রবার লুট হওয়া গরু ৩টি বাড়ির পাশে খোলা জমিতে কে বা কারা রেখে চলে যায়।
এ ঘটনায় মৃত হাজি মালেক চেয়ারম্যানের পুত্র এস এম বশির উল্লাহ বাদি হয়ে পটিয়া থানায় জামাল উদ্দিন (৩৮), আইয়ুব ড্রাইভার (৪৫) ও মো. জাহেদ (২৮) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মালেক চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে। তারা দরজা ও সীমানা প্রাচীর ভাংচুর করে ৩টি গাভী পিকআপে উঠিয়ে নিয়ে যায়। এসময় বাড়ির কেয়ারটেকার বাধা দিতে চাইলে তাকে মারধর করে। ঘটনার পর এস এম বশির উল্লাহ ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বসতঘর ভাংচুরের সত্যতা পেয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় প্রাণ গেল আনসার সদস্যের
পরবর্তী নিবন্ধমীরসরাই পৌরবাজারে নিত্য যানজট, ভোগান্তি