বধ্যভূমিতে একদিন প্রমাণ্যচিত্রে উঠে আসে একাত্তরের হত্যাযজ্ঞ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক ভবনের সামনের শেখ রাসেল চত্বরে ‘বধ্যভূমিতে একদিন’ প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে নীলফামারী থেকে টেকনাফ পর্যন্ত একাত্তরে হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে সৃষ্ট বধ্যভূমির পটভূমি সুচারূভাবে উঠে আসে। প্রমাণ্যচিত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে রক্ত গোলাপের পাপড়ি। প্রদর্শিত এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন প্রখ্যাত প্রমাণ্যচিত্র নির্মাতা কাওসার চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় প্রদর্শনীটি শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত প্রমাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’ নির্মাণ করতে গিয়ে নীলফামারী থেকে টেকনাফ পর্যন্ত ১৪৮টি বধ্যভূমিতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মানুষ, গণহত্যার প্রত্যক্ষ্যদর্শী, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের কথন ধারণ করেছেন নির্মাতা কাওসার চৌধুরী।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘বধ্যভূমিতে একদিন’ এর নির্মাতা কাওসার চৌধুরী ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি মুহাম্মদ শামসুল হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার আজাদীকে বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী আয়োজন রয়েছে। আজকে (বৃহস্পতিবার) আয়োজনের দ্বিতীয় দিন বধ্যভূমিতে একদিন’ নামের প্রমাণচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্ধানী চমেক ইউনিটের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধদেওয়ান হাটে পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার