বদিউল আলম

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ পৌরসভার যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ আলম আল কাদেরীর বড়ভাই মুহাম্মদ বদিউল আলম (৬৮) গত ২৫ মে সকাল ১১-৪০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজিউন) মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর নামাজে জানাযা ঐদিন বাদে মাগরিব দক্ষিণ জোয়ারা জিহুস ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার হেলাল উদ্দিন, কাউন্সিল মোরশেদুল আলম, সংগঠনের চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা মনিরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব, সহ-সাধারণ সম্পাদক আলমগীর বঈদী, মাওলানা নূর হোসেন, সদস্য সচিব মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা মহসিন আহমদ কাদেরী শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।.

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু!
পরবর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত চবি শিক্ষক অধ্যাপক ড. মাহমুদুল হকের ইন্তেকাল