জাতিতাত্ত্বিক জাদুঘর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরে গত ৮ আগস্ট মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক কাম কীপার ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল গার্লস মাদ্রাসার শিক্ষিকা মোছা. নাজমা সুলতানা। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনী নিয়ে আলোচনা করেন জাদুঘরের গবেষণা সহকারী আবু বকর সিদ্দিক, হিসাব সহকারী আঁখি দাস প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোছা. উম্মে কুলসুম প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোছা. মরিয়াম খাতুন।
কদম মোবারক প্রাথমিক বিদ্যালয় : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, সহকারি শিক্ষক তনিশ্রা সেন, শিখা রাণী শীল, শামসুন নাহার রুবা, পিয়াংকা চৌধুরী প্রমুখ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের চেতনা’- প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। সকালে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, পিপিএস এর নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরীসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে একই সময় উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্রের উদ্যাগেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন আকতার সানজিদা জাফর পপি।









