জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার গোমদন্ডী ফুলতলে উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা পরিষদের ভাইস–চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস–চেয়ারম্যান শামীম আরা বেগম। বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণজেলা যুবলীগের সহ–সভাপতি সাইফুল ইসলাম, এডভোকেট শাহাদাত কবির বাহাদুর, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, রাজু দাশ হিরো, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ এমপি বলেন, শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা। শেখ মুজিব মানেই সাম্য–অধিকার–গণতন্ত্র প্রতিষ্ঠা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা। প্রেস বিজ্ঞপ্তি।












