চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রুপালি ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পেয়েছিল স্বাধীন ভূ-খণ্ড ও একটি লাল সবুজের পতাকা। সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশকে বিশ্ব সভায় পরিচিতির পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের করেছেন স্বাবলম্বী।
গত ২৬ মার্চ সকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অসামপ্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে গিয়ে সকল সমপ্রদায়ের লোকদের দেয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতা। দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে নতুন প্রজন্মকে জানিয়ে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য গ্রহণ করা হচ্ছে নানামুখী প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও দেশি-বিদেশি নানা সমালোচনা ও ষড়যন্ত্র উপেক্ষা করে তৈরি হচ্ছে সেই স্বপ্নের পদ্মা সেতু আর চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মিত হচ্ছে টানেল। যার সুফল ভোগ করে এদেশের জনগণ একদিন উন্নত রাষ্ট্রের মানুষ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। অথচ এত সফলতার পরও একটি কুচক্রী মহল আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার শপথে শামিল হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া ও দশম শ্রেণির শিক্ষার্থী নাবিলা জান্নাত। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, রচনা প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুুুুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।