ফ্রেন্ডস ক্লাবের এক সভা গত বুধবার ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের টেবিল টেনিস লিগ পরিচালনায় একটি কমিটি গঠন করা হয়। সভায় আবদুন নুরকে চেয়ারম্যান, নোমান সুফিয়ানকে সদস্য সচিব এবং রাজিব রায়কে ম্যানেজার করে আট সদস্য বিশিষ্ট টেবিল টেনিস কািমটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন শ্যামা প্রাসাদ চৌধুরী, নুরুল আলম, মাহবুবুর রহমান, মান্না মজুমদার এবং জাহাঙ্গীর হোসাইন।












