ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

পুলিশের ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ফেনুয়া চা বাগান থেকে রমজান আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি জেলা ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে রোহিঙ্গাদের নানা অবৈধ কারবার
পরবর্তী নিবন্ধটিকা নেওয়া ব্যক্তির করোনায় মৃত্যুর শঙ্কা ১১ গুণ কম