পুলিশের ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ফেনুয়া চা বাগান থেকে রমজান আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি জেলা ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











