ফেনীর সড়কে প্রাণ গেল ২ স্বজনের আহত কনে

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ফেনীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন পার্লার থেকে বিয়ের সাজে ফেরার পথে কনেসহ আরও তিনজন। সদর উপজেলার মঠবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে গতকাল শুক্রবার দুপুরে তারা হতাহত হন বলে জানান সদর থানার ওসি মো. নিজাম উদ্দিন। নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের জামাল হোসেন (৩৮) ও হাছনা আক্তার পলি (১০)। নিহত জামাল ছিলেন কনের বড় ভগ্নিপতি আর পলি কনের ভাতিজি। খবর বিডিনিউজের।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, স্বজনরা ফেনী শহরের একটি পার্লার থেকে বিয়ে উপলক্ষে কনে সাজিয়ে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে জামাল ও পলি ঘটনাস্থলে নিহত হয়। তাছাড়া কনেসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করান।
তাদের মধ্যে কনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মাইক্রোবাসটি আটক করেছে। মাইক্রেবাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন
পরবর্তী নিবন্ধবর্তমান সরকার সকল ধর্মের অধিকার রক্ষায় বদ্ধপরিকর