ফসলি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় ফসলী জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের ধারপুরা এলাকায় শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ট্রাক, একটি স্কেভেটর ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচক সুপার মার্কেটে মাইকের দোকানে আগুন
পরবর্তী নিবন্ধজামালখানে পিঠা প্রতিযোগিতা ও মাঘোৎসব ২৭ জানুয়ারি