স্বনামধন্য ফুটবল ক্লাব কিষোয়ান স্পোর্টিং ক্লাবের ২০২৩ সালের প্রিমিয়ার লীগে অংশগ্রহণের জন্য জার্সি উন্মোচিত হলো। আজ বুধবার সকাল ১১ টায় কিষোয়ান গ্রুপের নাসিরাবাদ কার্যালয়ে ক্লাবের উপদেষ্টা, ক্লাব কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়দের উপস্থিতিতে জার্সি উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন কিষোয়ান গ্রুপের সিইও মহিউদ্দিন মামসাদ, কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম, উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত সারওয়ার, ক্রীড়া সম্পাদক জায়নুল আবেদীন, সদস্য মোহাম্মদ সুৃমন।
উপস্থিত ছিলেন বাংলা কন্টেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাদ মুস্তাফিজ অনিন্দ, বঙ্গ ফুড ফ্লেভারের পরিচালক রুহুল আমীন সবুজ, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এন্সলেম এল মার্টিন ও কাস্টমার রিলেশনশিপ অফিসার রেহান আরেফিনসহ খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, ক্লাব ধারাবাহিকভাবে তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বর্তমানে প্রিমিয়ার লীগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ক্লাবটির সভাপতি এবং বনফুল এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম বলেন, আসলে চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা নয় এখানে, আমরা চেষ্টা করবো শৃঙ্খলা বজায় রেখে একটি সুন্দর পরিবেশে নিজের সর্বোচ্চটুকু দিয়ে খেলতে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আগামী ১৫ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন মাদারবাড়ী উদয়ন সংঘের সাথে খেলার মাধ্যমে কিষোয়ান স্পোর্টিং ক্লাব যাত্রা শুরু করবে।












