প্রান্তিক জনপদে মানসম্মত শিক্ষা নিশ্চিতে স্বপ্নচাষী মাইলফলক হয়ে থাকবে

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ সালাম

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

এসডিজি ইয়ুথ ফোরামের ব্যবস্থাপনায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের প্রত্যন্ত জনপদে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত ও মূল্যবোধসম্বলিত শিক্ষা নিশ্চিতকরণের অঙ্গীকারে ‘স্বপ্নচাষী’ বিশেষায়িত বিদ্যালয়ের যাত্রা শুরু অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
এম এ সালাম বলেন, এসডিজি ইয়ুথ ফোরামের ব্যবস্থাপনায় স্বপ্নচাষী নামে যে শিক্ষাকার্যক্রম আজ শুরু হলো, তা এই প্রান্তিক জনপদের সম্পদ হয়ে উঠবে। এ সম্পদ আলোকবর্তিকা হয়ে জ্ঞানের আলো বিস্তরণের মাধ্যমে আগামীতে দেশপ্রেম ও মূল্যবোধসম্পন্ন দক্ষ জনসম্পদ তৈরিতে অনুসরণীয় ভূমিকা রাখবে।
স্বপ্নচাষীর শিক্ষা কার্যক্রমের সমন্বয়ক উত্তম কুমার আচার্য্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজীজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম ও অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী, ৩৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম আজিম উদ্দীন, নিজামুদ্দীন অয়ন, সজল কান্তি চৌধুরী, অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক শামসুদ্দিন শিশির, সোহেল আখতার খান, নেছার আহমেদ খান, কাজী মো. আহসান ইকবাল মঞ্জু, এম এ সবুর, মাহমুদ রেজা সুজা, ফরিদ আলম, এম এ হোসেন বাদল, জান্নাত অয়ন, মো. ইদ্রিস মিয়া, মুজিব উল্লাহ তুষার, আলমগীর হোসেন সৈকত, শরীফুল ইসলাম শরীফ, ওবায়দুর রহমান, মো. ইলিয়াস, রিয়াজুর রহমান চৌধুরী, মনিকা রানী ধর, কার্ত্তিক মজুমদার, ইসরাত পারভীন জোনাকী, হাসিনা বেগম, জি এম তাওসিফ ও স্বপ্নচাষী বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষক তৃষ্ণা মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইএফডিতে ভ্যাট দিয়ে চট্টগ্রামে পুরস্কার পেলেন ছয়জন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৫ জন