ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে গতকাল ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ৬ষ্ঠতম জাতীয় ও আন্তর্জাতিক সোতোকান কারাতে প্রতিযোগিতা ও সেমিনার। এতে অংশ নিতে চট্টগ্রাম ও হাটহাজারীস্থ অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের কারাতে দল ঢাকায় গেছে। দলের মো. জাহেদ, শারমিন আক্তার,দিয়া দে আঁখি, টিংকু নাথ, চিন্ময় পাল, সাইফুল, সুমিত চৌ, পারভেজ, শাহাজাহান, আদিবাসহ ১১ জন কারাতেকারা বিভিন্ন ক্যাটাগরিতে লড়বেন। কারাতে দলের প্রধান কোচ হিসাবে সার্বিক দায়িত্বে আছেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিহান অজয় দে। টিম ম্যানেজারের দায়িত্বে আছেন আই টি এফ সভাপতি মো. আলী আকবর।
এর আগে বাছাই কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রেফারির দায়িত্বে ছিলেন সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও জাতীয় কারাতে রেফারি আব্দুল হান্নান কাজল।












