কক্সবাজারে প্রতিবন্ধীর কাছ থেকে ঘুষ গ্রহণের দায়ে আবদুর রহমান নামের এক কানুনগোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো (বরখাস্তকৃত) ছিলেন।
গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আবদুর রহমান হাজির না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ধারায় আবদুর রহমানকে তিন বছর করে ছয় বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস করে মোট ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। বিচার প্রক্রিয়ায় মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ২৮ অক্টোবর কক্সবাজারের মহেশখালী উপজেলার ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমানকে ২ লাখ ৮ হাজার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। সেকান্দর বাদশা নামের এক প্রতিবন্ধী দুদকে অভিযোগ করলে ফাঁদ পেতে তাকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়। বিশ শতক একটি জমি নামজারি করতে উক্ত ২ লাখ ৮ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন আবদুল রহমান।
এ ঘটনায় দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ১৯ জানুয়ারি আবদুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।












