প্রতিদিন বর্জ্য ব্যবস্থাপনার খবর জানবে নগরবাসী

মেয়রের নির্দেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে নগরবাসীকে অবহিত করতে দৈনিক প্রতিবেদন উপস্থাপনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, নগরবাসী যাতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারে এবং সচেতন হন সেই ব্যাপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভার্সনে প্রতিবেদন ওয়েবসাইটে উপস্থাপন করতে হবে।
জাইকা কর্তৃক চসিকের বর্র্জ্য ব্যবস্থাপনার ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। গতকাল টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রাতিবেদন উপস্থাপন করেন জাইকার ন্যাশনাল ডেপুটি টিম লিডার প্রকৌশলী মো. গোলাম সরওয়ার। এতে কঠিন ও তরল বর্জ্য দূষণমুক্ত পরিবেশে অপসারণ করার বিষয়ে মেয়রকে অবহিত করেন।
এ সময় মেয়র বলেন, আমি শহরকে বিশ্বমানের পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়তে চাই। নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর দেখতে চাই। তিনি নগরের বর্জ্য অপসারণে কম্পেক্ট গাড়ির ব্যবস্থা গ্রহণ করার জন্য জাইকার প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান বিশ্বে ময়লা অপসারণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ু দূষণের বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। আধুনিক বিশ্বে থ্রি-আর অর্থাৎ রিসাইকেল, রিডিউস ও রিইউস এই তিন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয়। এরকম আরো আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আলোচনায় উঠে আসে। ভবিষ্যতে নগরেও এসব পদ্ধতি অনুসরণে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব খালিদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী, সহকারী প্রকৌশলী জয় সেন বড়ুয়া ও জাইকার প্রকৌশলী মাহমুদ ইবনে সাদেক।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষে মডেলহীন মডেল ফিলিং স্টেশন
পরবর্তী নিবন্ধকাস্টমসে সিন্ডিকেটের বৃত্তে নিলামের গাড়ি!