প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

পটিয়া পৌর নির্বাচন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

আসন্ন ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা নির্বাচন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় শুরু হয়েছে বিরতিহীন প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দুপুর থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগে ব্যবহৃত হচ্ছে রিকশা ও সিএনজি।
আইয়ুব বাবুল : পটিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আইয়ুব বাবুল। গতকাল সারাদিন পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজি পাড়া গ্রামে গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাসির, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফজলুল হক, মাহবুবুল আলম, খায়রুল বশর সোহেল, মো. নাছির, মো. জাহাঙ্গীর আলম, হাজী মফিজুর রহমান, মো. ইব্রাহীম, মো. রফিক, মো. নজরুল, জয়নাল আবেদীন প্রমুখ।
এম আলী হোছাইন : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এম আলী হোছাইন। গতকাল দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। দোয়া ও ভোট কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. আলী খাঁন, কাজী মো. ইলিয়াছ, জমির উদ্দিন, মমতাজুল আলম, মাওলানা কুতুব উদ্দিন, কমরু উদ্দিন, কামাল উদ্দিন, মিজানুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. মোজাম্মেল, আবু ছালেহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এনামুল হক সিকদার স্মরণে সভা
পরবর্তী নিবন্ধ৬৫ জন মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত