দৈনিক আজাদীতে গত ১৮ জুন ‘কালীপুরে নাথপাড়ায় বাড়ি ভাঙচুর ও লুটপাট’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কালীপুরের রেজাউল হক চৌধুরীর ছেলে ইসলামুল হক প্রকাশ মাসুদ।
তিনি প্রকাশিত সংবাদটিকে একপেশে, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে কিছু ঘটনা ঘটেছে। তবে তা মোটেও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক নয়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।