পোশাক শিল্পে কর্মপরিবেশ বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ

বিজিএমইএর সাথে মতবিনিময়ে সিএমপি কমিশনার

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৪ পূর্বাহ্ণ

পোশাক শিল্পের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিজিএমইএ ভবন, চট্টগ্রাম এর মাহাবুব আলী হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের নব-নিযুক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক এ এম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকি, এম এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, বিজিএমইএর প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক আ ন ম সাইফুদ্দিন, হাসানুজ্জামান চৌধুরী, নাফিদ নবী, আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, ডিসি (ট্রাফিক) জয়নাল আবেদীন, কল-কারখানা অধিদপ্তরের প্রতিনিধি শিপন চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের মালিক, শ্রমিক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম তার বক্তব্যে পোশাক শিল্প সেক্টরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি ও জেলা পুলিশের প্রশংসা করে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আশা করি এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা দুর্যোগের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের
কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতির ফলে আমাদের পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি গার্মেন্টস সেক্টরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট। চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পসমূহে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বিজিএমইএ-সিএমপি ও শিল্প মালিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, বর্তমানে দেশের তৈরি পোশাক শিল্প সেক্টরের অনেক অগ্রগতি সাধিত হয়েছে। বিভিন্ন কারখানায় আইন-শৃঙ্খলার অবনতিও তেমন আগের মত পরিলক্ষিত হয় না। গার্মেন্টস সেক্টরে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বিজিএমইএর আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেবে চট্টগ্রাম জেলা পুলিশ।
অনুষ্ঠানে বিজিএমইএ-সেইপ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পোশাক শিল্পে চাকরিকালীন মৃত শ্রমিকদের ওয়ারিশদের মাঝে বিমার চেক হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীর তীরে দখলের প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআঠার বছর পর সাতকানিয়া পৌরসভা আ. লীগে নতুন নেতৃত্ব