পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

পিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১৭তম পরিচালনা পর্ষদের সভা গতকাল মঙ্গলবার ‘ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে’ অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক সহ অন্যান্য পরিচালকবৃন্দ সভায় সংযুক্ত ছিলেন। সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানির ২০২২ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই- সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয়া হয়। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় ইপিএস হয়েছে ৬৬ পয়সা। এদিকে গত ৯ মাসে (জানুয়ারী- সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ ছিল ২৯ টাকা ৫৩ পয়সা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৬১ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নীট পরিচালনাগত নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৯৪ পয়সা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারমুক্ত দেশ গড়াই এলডিপির অঙ্গীকার : অলি
পরবর্তী নিবন্ধআবদুর রহিম আলকাদেরী