পাহাড়ি ঝর্ণা যেন মৃত্যুকূপ

| রবিবার , ২২ জুন, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

বর্তমানে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র পাহাড়ি ঝর্ণাগুলোতে প্রতিদিন শত শত পর্যটকের ভিড়ে মুখর। বিশেষ করে ছুটির দিনে ভ্রমণপ্রেমীরা এখানে ভিড় করে প্রাকৃতিক অপার রূপ উপভোগ করতে। কিন্তু দুঃখজনকভাবে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শ দুর্ঘটনার স্বীকার হচ্ছে ভ্রমণপ্রেমীরা। পাহাড়ি ঝর্ণাগুলো দিন দিন যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। পাহাড়গুলো উঁচু থেকে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে গিয়ে প্রাণ হারাচ্ছে ভ্রমণ পিপাসুরা। এছাড়া পর্যটকদের সচেতনতার অভাব, ইজারদার দের গাফিলতি, গাইড লাইন, জরুরি সেবা ও নিরাপত্তা কর্মী না থাকায় দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা, পিচ্ছিল পথ এবং অপ্রশিক্ষিত গাইডের কারণে পর্যটকদের জন্য এই পথ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ জায়গাগুলো পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত হলেও এখনও প্রশাসনের পক্ষ হতে দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে আরো প্রাণ ঝরে পড়ার সম্ভবনা রয়েছে।

নিরাপত্তা বার্তা, রেলিং, লাইফ জ্যকেট, রশি, প্রাথমিক চিকিৎসা সেবা, প্রশিক্ষিত গাইড লাইন এর মাধ্যমে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুমাইয়া তাবাচ্ছুম

আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী।

পূর্ববর্তী নিবন্ধকবিয়াল ফণী বড়ুয়া : শোষিত-বঞ্চিত মানুষের প্রেরণার উৎস
পরবর্তী নিবন্ধতুমি ছাড়া শূন্য