পাইওনিয়ার ফুটবল লিগ ৭ অক্টোবর শুরু

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ আগামী ৭ অক্টোবর শুরু হবে। এ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলিকে নিয়ে এক ক্লাব প্রতিনিধি সভা গত ৩ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সংস্থার যু্‌গ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ফুটবল কমিটির সম্পাদক মাহবুব উল আলম মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ইবাদুল হক লুলু। এই সময়ে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, রাকিব মাহমুদ, নির্বাহি কমিটির সদস্য সেকান্দর কবির, ফুটবল কমিটির যু্‌্‌গ্ম সম্পাদক জহির উদ্দিন, মো. নাছির, মোহাম্মদ মারুফ প্রমুখ। এবার লিগের ২৪টি দলের প্রতিনিধিদের অংশগ্রহণে লটারীর মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ করা হয়, ৮টি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি করে মোট ১৬টি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। এর পর সেমিফাইনাল হয়ে ফাইনাল খেলবে।

পূর্ববর্তী নিবন্ধভিসা প্রসেসিং সেন্টার পরিদর্শনে ইতালির রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ থেকে ১৯ ক্রিকেটারদের জ্ঞাতার্থে