পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ঘাড়ে চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ১১ ডিসেম্বর রাতে ৩টি ওয়ানডে ও ৩টি টিটোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। গত পরশু মাহমুদউল্লাহর কাঁধে এমআরআই করানো হয়। বুধবার সকালে তার রিপোর্ট হাতে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে মাহমুদউল্লাহকে পাওয়া যাবে না এই সিরিজে। বিশ্বকাপে শেষ ম্যাচে রান আউট থেকে বাঁচতে ঝাঁপ দিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। এই চোট সারতে ৫ থেকে সাত সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছে মেডিকেল বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃহাউজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন