পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান আবদুস সালাম

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। গতকাল শনিবার কলেজ কনফারেন্স রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, নাক-কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণ করে নবনিযুক্ত চেয়ারম্যান আবদুস সালাম সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ আজ
পরবর্তী নিবন্ধবিএনপি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল