পথশিশু ও মানসিক প্রতিবন্ধীদের খাদ্য বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শতাধিক পথশিশু, অসহায় নারী ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ ও অসহায় মেয়ের বিয়েতে ১০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেছে সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন। গত শুক্রবার উপজেলার সদর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় এসব খাদ্য পথশিশু ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইমরান হোসেন, সদস্য সঞ্জয় দাশ রাহুল, মো. রাসেল, মো. মনির, মো. ইউনুস, মো. মাহফুজ, মো. আলিম, এইচ.এম ইকরাম, নাহিদুল ইসলাম, মো. মোশারফ, জাহেদ, রাহিন প্রমুখ। এছাড়া সংগঠনের পক্ষে কুমিরার কোর্টপাড়া এলাকায় অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য ১০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়ায় খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ