পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, যে কোন মূল্যে মাদক নির্মূলে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সাম্প্রতিক সময়ে পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্নভাবে মদ, গাঁজা ও ইয়াবা ব্যবসা ও সেবনকারী ছড়িয়ে পড়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। মাদকের এই ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। গত শুক্রবার রাতে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের হাবিবুর পাড়ায় গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ইয়াছমিন আকতার, কাউন্সিলর জসিম উদ্দিন, আমির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ।












