পটিয়ায় বিনামূল্যের ভিজিএফ চাল পাচ্ছে ২০ হাজার হতদরিদ্র পরিবার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ মে, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ায় বিনামূল্যের ভিজিএফ চাল পাচ্ছে ২০ হাজার হত দরিদ্র পরিবার। পবিত্র ঈদুলআযহা উপলক্ষে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বর্তমান অন্তর্বর্তী সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা কুসুমপুরা ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। কুসুমপুরা ইউনিয়নের ১ হাজার ৫৫০ জন অসহায় নারী পুরুষ পেয়েছেন ১০ কেজি করে ভিজিএফ’র এ চাল। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ হরিণ খাইন ৬ নাম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি আহম্মেদ হোসেন মতোয়াল্লী, ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাস্টার হামিদুল হক, এলডিপির প্রতিনিধি আব্দুল কুদ্দুস চৌধুর, ছাত্র প্রতিনিধি আবু জুনায়েদ আসাদ, পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা রাজিব মিত্র। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র জনগণের মাঝে এ চাল বিতরণ করছেন। কুসুমপুরা ইউনিয়নের সাড়ে ১৫শ নারী পুরুষকে ১০ কেজি করে এ চাল বিতরণ করছেন। কুসুমপুরা ইউনিয়নের জনগণের জন্য সরকারি যে কোন ধরনের সহযোগিতা আসলে তা সমবন্টন করা হবে। আমি অতীতে আ.লীগ বা অন্য কোন দল এবং অঙ্গসংঠনের সাথে সম্পৃক্ত ছিলাম না। এখনও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার সুনাম হানীর চেষ্টা চালানো হচ্ছে। আমি এসব মিথ্যা অপপ্রচারকে ডিঙ্গিয়ে যতদিন দায়িত্বে থাকব কুসুমপুরা ইউনিয়নের জনগণের জন্য আমার সব কিছু উজাড় করে দিয়ে যাব। কোন ধরনের প্রতিহিংসা আমার দ্বারা হবে না।

পূর্ববর্তী নিবন্ধ‘দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সবসময় সিটি রেড ক্রিসেন্ট’
পরবর্তী নিবন্ধবন্দর শ্রমিক দলের বিক্ষোভ