পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

| বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

প্রগতিশীল রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত, শুভানুধ্যায়ী, সহযোদ্ধা, বন্ধু, স্বজনসহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে তাকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান। খবর বাসসের।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বিকেল ৪টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমঘর থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার পর ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে। এ সময় ডিএমপির একটি চৌকষ দল বিউগলে করুণ সুর তোলে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ ভট্টাচার্য।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব কলোনি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজ উদ্বোধন