রাউজান নোয়াজিশপুর ইউনিয়নে ছাত্র সমাবেশে চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য থাকতে হবে ছাত্র সমাজকে সংগঠিত করে মুজিব আদর্শে উজ্জীবিত করা। তাদেরকে নিয়মিত ক্লাসে যেতে অনুপ্রাণিত করা। যাতে ছাত্রছাত্রীরা নিজেদের মেধা বিকাশ ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিতে পারে।গত শনিবার নোয়াজিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল মোতালেব সোহেল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সায়েমুর রহমান রিপুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দীন সিকদার, অভি রায়, বেলাল হোসেন।
উপস্থিত ছিলেন মোহাম্মদ সিফাত, জসিম উদ্দিন চৌধুরী, আবু শাহাদাত নবী,বখতেয়ার হোসেন, তাজ উদ্দীন সোলেমান, দীল মোহাম্মদ,আক্তার হোসেন চৌধুরী, শওকত ওসমান চৌধুরী, নাছির উদ্দীন, শফিউল বশর, ছাত্রনেতা রিয়াজ উদ্দীন ফাহিম প্রমুখ।