নেশন্স লিগে ফ্রান্স ও ইতালির জয়

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

উয়েফা নেশন্স লিগে ইতালি টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। দিনের আরেক ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে বদলী বেঞ্চে রেখেও বেলজিয়ামের বিরুদ্ধে ২০ গোলের জয় তুলে নিয়েছে ফ্রান্স। এদিকে আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে অস্ট্রিয়াকে পরাজিত করেছে নরওয়ে। সপ্তাহের শুরুতে ফ্রান্সের বিরুদ্ধে দারুণ এক জয় নিশ্চিত করেছিল ইতালি। এবার তারা ইসরায়েলকে ২১ গোলে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুদাপেস্টে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ডেভিড ফ্রাত্তেসি ও মোয়েস কিনের দুই অর্ধের দুই গোল ইতালির জয়ের জন্য যথেষ্ট ছিল। ৯০ মিনিটে মোহাম্মদ আবু ফানি ইসরায়েলের হয়ে এক গোল পরিশোধ করে। ৩৮ মিনিটে ফেডেরিকো ডিমারকোর নিখুঁত ক্রসে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইতালি।

লিঁওতে ঘরের মাঠে বেলজিয়ামকে ২০ ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। রানডাল কোলো মুয়ানি ও ওসমানে ডেম্বেলে স্বাগতিকদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন। অধিনায়ক এমবাপ্পে শুরুতে বদলী বেঞ্চে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারানো বাংলাদেশকে সমীহ করছেন শুভমান গিল
পরবর্তী নিবন্ধ১৩ বছর পর কাউন্টিতে ফিরেই ৪ উইকেট সাকিবের