নির্বাচিত প্রতিনিধিদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে

বন্দর থানায় সুধী সমাবেশে নঈম উদ্দিন

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

বন্দর থানা মৎস্যজীবী লীগের উদ্যোগে ৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, নগর মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, ফরিদ নেওয়াজ, হাজী মো. কামরুল হুদা চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. জিয়াউল হক সুমন, মো. মোরশেদ আলী এবং আফরোজা কালাম। অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন আবু নাসের, আবদুল আজিম, ফারজানা শিরিন মুন্নী, বাদশা, নাসির উদ্দিন চৌধুরী, সরোয়ার জাহান চৌধুরী, সাগির, বরকত, ইদ্রিস চৌধুরী, মনজুর কাদের প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল কবির বাবুল, সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, যারা আপনাদের ওপর বিশ্বাস ও আস্থা রেখে ভোট দিয়েছেন তাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হাছান আলীর (র.) বার্ষিক ফাতেহা
পরবর্তী নিবন্ধসিইপিজেডে পাটের গুদামে আগুন