চকরিয়ায় মাতামুহুরী নদীতে নিখোঁজ থাকার প্রায় চার ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে এগারটার দিকে মাতামুহুরী নদীর চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাতব্বর পাড়া পয়েন্টে শিশুটি নিখোঁজ হয়। এ সময় স্থানীয় লোকজন শিশুটির খোঁজে বিভিন্ন পয়েন্ট তল্লাশী চালালেও হদিস পাচ্ছিল না। অবশেষে চকরিয়া ফায়ার সার্ভিসের একদল ডুবুরী নদীতে পরিকল্পিতভাবে তল্লাশী চালানোর পর শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মারা যাওয়া শিশুর নাম সাকি জান্নাত (১২)। সে সাহারবিল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রামপুর মাতব্বর পাড়ার মোরশেদ আলমের কন্যা। সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির কাছে মাতামহুরী নদীতে গোসল করতে নেমে সাকি নিখোঁজ হয়।