নগর মহিলা দলের চার নেত্রীর দলীয় পদ স্থগিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

নগর মহিলা দলের চার নেত্রীর দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্র। এরা হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও নগর মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা, নগর মহিলা দলের সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি জেসমিনা খানম ও আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা। গতকাল কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরে পৃথক স্থগিতাদেশ পত্র দেয়া হয়। এ বিষয়ে ফাতেমা বাদশা দৈনিক আজাদীকে বলেন, অফিসিয়ালি আমরা চিঠি পাইনি। ম্যাসেঞ্জারঅনেকে এ চিঠি দিচ্ছে দেখলাম।

জানা গেছে, চার নেত্রীকে গত ৬ এপ্রিল শো’কজ করে কেন্দ্র। শোকজের সন্তোষজনক জবাব দিতে না পারায় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয় বলে স্থগিতাদেশ পত্রে বলা হয়।

জানা গেছে, উল্লেখ্য, ৩০ মার্চ পুরনো দুই নেতৃত্ব বহাল রেখে অর্থাৎ টানা তৃতীয়বারের মত মনোয়ার বেগম মনিকে সভাপতি ও জেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট নগর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব না আসার প্রতিবাদে কারণ দর্শানো নোটিশ পাওয়া জেসমিনা খানম, আঁখি সুলতানা ও দেওয়ান মাহমুদা আক্তার লিটাসহ ১৩ জন পদত্যাগ করেন। তারা ঘোষিত কমিটিকে ‘মনোরঞ্জন ও বাণিজ্যিক কমিটি’ দাবি করেন। পরদিন সংবাদ সম্মেলন করে কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পূর্বের কমিটির সিনিয়র সহসভাপতি ফাতেম বাদশা। সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআবহাওয়ার সুসংবাদ আসবে কবে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় তিন পুলিশকে কুপিয়েছে সংঘবদ্ধ চক্র, গ্রেপ্তার ১৫