ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা বন্ধে আইন প্রণয়ন করতে হবে

আহলে বাইতে রাসূল (দ.) কন্‌ফারেন্সে বক্তারা

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

রজভীয়া নূরীয়া কমিটির ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত যুব পরিষদের সার্বিক সহযোগিতায় শানে আহলে বাইতে রাসূল (দ.) ও সাহাবায়ে কেরাম কন্‌ফারেন্স গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যেকোনো ধর্ম, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মগ্রন্থের অবমাননা ঠেকাতে জাতিসংঘ, আবরলিগ এবং ওসাইসিকে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। এর সর্বাত্মক প্রয়োগ নিশ্চিত করতে হবে। রজভীয়া নূরীয়া কমিটির চেয়ারম্যান অধ্যাপক কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কন্‌ফারেন্সে প্রধান অতিথি ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।

উদ্বোধক ছিলেন শায়খুল হাদীস মুফতি আল্লামা ইব্রাহীম আলকাদেরী। আলোচনায় অংশ নেন অধ্যাপক মাসুম চৌধুরী, শাহ্‌ আলম নঈমী, কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, মুফতি কাযী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ ছালেহ্‌ আহমদ আনসারী, শফিক আল মুজাদ্দেদী, কাযী ওমর ফারুক আজমী, শাহজাহান পাটোয়ারী। মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও মুহাম্মদ আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুল হক রাজিব। শেষে মুনাজাত পরিচালনা করনে আন্‌জুমানে রজভীয়া আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব জহির আহমদ সওদাগর, আলহাজ্ব মুসা সওদাগর, কাজী মুহাম্মদ ফোরকান রেজা, আবু ছালেহ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিঞা জুনাইদ, কুতুবউদ্দিন শাহ্‌ নূরী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ ফরিদুল আলম, এস এম ইকবাল বাহার, অ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, নাজিম উদ্দিন নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আবু হানিফ রিপন, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ ইকবাল, ইয়ার মুহাম্মদ, মুহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধচিকিৎসার মাধ্যমে এগিয়ে আসলে নারীদেরকে ফিস্টুলামুক্ত করা সম্ভব