দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২১-২০২২ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে লালমাটিয়া ক্লাব। বিভিন্ন লিগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোকে স্বীকৃতি দিতে সমপ্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (এমপি), সিসিডিএমের চেয়ারম্যান এম সালাহউদ্দীন চৌধুরী, লালমাটিয়া ক্লাবের সভাপতি জিয়াউদ্দিন আদিল, বিসিবি পরিচালকবৃন্দসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ।











