দেশে এক সপ্তাহে মৃত্যু কমেছে ৭৬ শতাংশ নতুন শনাক্ত ১১৬

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে ৭৬ শতাংশের বেশি, এ সময় শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। আগের সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের সপ্তাহের চেয়ে ৭৬ দশমিক ৯ শতাংশ মৃত্যু কমেছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল সপ্তাহে ১ হাজার ১২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ২ হাজার ২২০ জন। শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে ৪৫ দশমিক ৪ শতাংশ।পরপর দুদিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচে থাকার পর গতকাল সোমবার আবার তা তিন অংক ছাড়িয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার আবার পেরিয়েছে ১ শতাংশের ঘর।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১১ হাজার নমুনা পরীক্ষা করে ১১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ।গত শনিবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ; রোববার ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ।
ওই দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৬২ ও ৮২ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।

পূর্ববর্তী নিবন্ধমো. আলম কাজল
পরবর্তী নিবন্ধডা. সুশীল কুমার রায়