দেশে আক্রান্ত ছাড়াল ১৭ লাখ

দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ওমিক্রনের ধাক্কায় মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মত দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১৬ হাজারের ঘরে পৌঁছাল, তাতে দেশে মোট শনাক্ত রোগী ছাড়িয়ে গেল ১৭ লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৯ হাজারের কম নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ৩৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময়, গত বছরের ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জনের সংক্রমণ ধরা পড়েছিল, মহামারীর মধ্যে এটাই সর্বোচ্চ। খবর বিডিনিউজের।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন এক হাজার ৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৭৮৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ৮৬৭।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০ হাজার ৪৭৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৫ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ১৩৪৯ জন, কক্সবাজারে ২৪৬ জন, রাঙ্গামাটি জেলায় ১০২, চাঁদপুরে ১১৪ জন, কুমিল্লায় ২০২ জন; রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৩২৫ জন, পাবনায় ১০৯ জন, বগুড়ায় ২০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় ১৮২ জন, যাশোরে ১৯৬ জন; সিলেট বিভাগের সিলেট জেলায় ৪৪৮ জন, হবিগঞ্জে ১০৫ জন, মৌলভীবাজারে ১৩৫ জন; বরিশাল জেলায় ১২০ জন এবং ময়মনসিংহে ২৫৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে।

যে ১৮ জনের মৃত্যু হয়েছে, তাদের ১২ জন পুরুষ, ছয় জন নারী। তাদের মধ্যে আট জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের একজন জন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন একজন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নয়জনের বয়স ৬০ বছরের বেশি, পাঁচজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুইজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং একজনের বয়স ১০ বছরের কম ছিল।

পূর্ববর্তী নিবন্ধএকজন করোনা রোগী অন্যের জন্য কতদিন বিপজ্জনক
পরবর্তী নিবন্ধঅনশন ভাঙতে পারেন শিক্ষার্থীরা