বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রকে এমন একটি জায়গায় দাঁড় করাতে হবে যেখানে সকল মানুষ তার সকল অধিকার ফিরে পেতে পারে। দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমন ভিত্তির ওপর দাঁড় করাতে হবে যেখানে একটি সার্বভৌম সংসদ প্রতিষ্ঠিত এবং যে সংসদে জনগণের কথা বলা যাবে। সর্বোপরি দেশের স্বাধীনতা–সার্বভৌম অধিকার ফিরে পেতে সকলকে কাজ করতে হবে। কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মেলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শিক্ষকরাই সর্ব শ্রেষ্ঠ দার্শনিক। সকল সাফল্যের ভিত্তি শিক্ষকের হাত ধরে। শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সুশাসন নিশ্চিত হবে সে রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেক, প্রবীণ শিক্ষক দলিলুর রহমান, রুহুল আমিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদ। বিকেল সাড়ে ৪টায় মগনামা আজিজিয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগদান করে স্থানীয় সুধী সমাবেশ বক্তব্য রাখেন।
সালাহউদ্দিন আহমদ গত শুক্রবার পারিবারিক সফরে যান জন্মস্থান পেকুয়ায়। গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।