দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় বিএনপি জোট

রাউজানে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের কষ্টার্জিত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনার সরকার দরকার। তিনি অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে সাথে নিয়ে বিএনপি জোট আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশকে আবার পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। স্বাধীনতা বিরোধীদের এসব ষড়যন্ত্র রুখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার তিনি হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নে পৃথক দুটি স্থানে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, রাউজানের ছয় লাখ মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে। তারা অপেক্ষায় আছে আগামী নির্বাচনে শেখ হাসিনার যোগ্য প্রতিনিধি ফজলে করিম চৌধুরীকে পুনরায় বিশাল ভোটে নির্বাচিত করে বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউল হক সুমন, সাইফুদ্দিন চৌধুরী সাবু, সুমন দে ও স্বেচ্ছাসেবক লীগের সওকত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআধ্যাত্মিকতা জাগরণের অনন্য কিংবদন্তী হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু