নগরীর ৩৮নং ওয়ার্ড দক্ষিণ মধ্য হালিশহরস্থ শেখ হাজী আব্দুল আলী মালুম বাড়ির তরুণ যুবকরা উদ্যোগ নিয়ে পুরো রমজান মাসব্যাপী কর্মহীন ও দুস্থ মানুষদের মাঝে সেহেরি বিতরণ করেছে। প্রতিদিন রাতে প্রায় তিনশ সাড়ে তিনশ লোককে তারা সেহেরি বিতরণ করে। এপর্যন্ত প্রায় ১০ হাজার লোকের পাশে দাঁড়িয়েছে তারা। শবে কদরের রাতে সেহেরি বিতরণকালে এ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেন, যারা আমাদের এই মহৎ কাজে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যাতে এই কার্যক্রম চালিয়ে যেতে পারি সেজন্য অঅমরা এলাকার বিত্তবান লোকজনের সহযোগিতা কামনা করছি।লাইলাতুল কদরের রাতে হত দরিদ্রদের মাঝে সেহেরি তুলে দেন হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. ডি মহসীন মুরাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহ মুরাদ, মো. ইয়াসিন নিজামী, হাজী আমির মোহাম্মদ রাজন, শেখ আশরাফ আলী, মো. বাবলু, মো. রেজাউল করিম, মো. রায়হান মুরাদ, সালে আহম্মদ উল্লাহ, মো. সাব্বির, মো. মিনহাজ, মো. মহসীন, মো. আকতার কন্ট্রাক্টর, মো. ইমতিয়াজ আমেরী, মো. তুষার, মো. জিগার, মো. সামাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












