দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবুল হোসেন।
গত ১৪ অক্টোবর নগরীতে দুর্নীতি প্রতরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দুদক পরিচালক বলেন, আগে মানুষের বাকস্বাধীনতা ছিলো না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কঠিন ছিলো। ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন একটি দেশ পেয়েছি। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্ট নীতি ঘোষণা করেছে। দুর্নীতি দমন কমিশনকে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তাই এখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার উপযুক্ত সময়। সমৃদ্ধশালী দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। পাশাপাশি তিনি মানুষের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে প্রতিরোধ কমিটিকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
দুর্নীতি প্রতিরোধ কমিটি পটিয়া উপজেলার সভাপতি ছৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–২ এর উপ পরিচালক আতিকুল আলম।
দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন, আবুল খায়ের, শংকর সেনগুপ্ত, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, রোকেয়া আক্তার,শফিউল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
        










