কোন ঈদে খুশি বেশি কোন ঈদে কম
কোন ঈদে ওড়ে মন পাখির মতন
জানো নাকি খোকা?
দাদু বলে তুমি ভালো, তবে এক রোখা।
এক রোখা খোকারাই বেশ ভালো জানে
ঈদুল ফিতরের সঠিক মানে
এক মাস রোজা শেষে
আসে কোন ঈদ?
কোন ঈদ কাড়ে বেশি দু‘চোখের নিদ?
খোকা বলে হেসে,
বাঁশঝাড়ে উঁকি মারা এক ফালি চাঁদ
বয়ে আনে সব মনে খুশির জোয়ার
খুশি মানে ছোঁয়া
ছোঁয়া মানে ধরে নাও কাঁঠালের কোয়া।
দুয়ারে দুয়ারে নামে আনন্দ ঢেউ
যেন নেই এই ভবে কাঁটা আর ফেউ
সবাই সমান
কারও নেই সাধ্য আধটু কমান।
ঘরে ঘরে খাবারের মউ মউ ঘ্রাণ
আল্লার দান
মুখে ফুটে জোছনার হাসি অনাবিল
সাথে যদি ঈদি হয় খুশি ঝিলমিল
এরই নাম ঈদ
বাঁকা চাঁদ কেড়ে নেয়া দু’চোখের নিদ।